আলমদীঘীর বাজারের আরেক নাম পোকানপুর বাজার। এই বাজারটি বালিয়াডাঙ্গী চৌরাস্তা হতে পূর্ব- উত্তরে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এই বাজারটিতে সাধারণত বিকাল বেলায় মানুষের আনাগুনা বেড়ে যায়। এই বাজারের পাশে একটি বড় দীঘী রয়েছে যার আয়তন আনুমানিক ১০০শতক(৩বিঘা)। পূর্বপুরুষদের কাছ থেকে শোনা এই দীঘীর মালিক ছিল আলম নামের এক সম্ভ্রান্ত ব্যক্তি। তাঁর নাম অনুসারেই এই বাজারের নাম আলমদীঘীর বাজার নামকরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস