বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ হাট থেকে ০২ কি.মি উত্তরে সনগাঁও গ্রামে এই মসজিদটি অবস্থিত। ধারণা করা হয় মোঘল সম্রাট শাহ আলমের সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। মসজিদটিতে ৩টি গম্বুজ ও ৩টি দরজা রয়েছে। মসজিদের দক্ষিণ পাশে রয়েছে একটি পাকা কূপ। কূপের গায়ে পোড়া মাটির অস্পষ্ট বাংলা লিপি রয়েছে। মসজিদের পূর্ব পাশে ‘‘সুধিবাদ পীর’’ সাহেবের সমাধি রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস